‘টপলেস’ লাইব্রেরি

full_1977010356_1399483865 যুবতীদের মধ্যে এবার এক তাজ্জব ট্রেন্ড শুরু হয়েছে৷ থাকবে খোলা আকাশ৷ হালকা রোদ৷ আর সেই খোলা আকাশের নীচে রোদ পোহাতে পোহাতে বই পড়া৷ তবে তা হলো এই আবহ এবং পরিবেশে টপলেস, অর্থাৎ শরীরের উপরে অংশে কোনো সুতোর লেশমাত্র না রেখে বইপড়ার ট্রেন্ড৷

ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের নিউ ইয়র্ক শহরে৷ আর তাই এখন এই সকল মেয়েদের জন্য শহরে তৈরি হয়েছে টপলেস লাইব্রেরি৷

আমেরিকার একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, নিউ ইয়র্ক শহরে টপলেস হওয়াটা আইনত অপরাধ নয়৷ এই আইনকে হাতিয়ার করে একটি সংস্থা বছর কয়েক আগে একটি মিশন চালাত৷ যেখানে মহিলাদের আকর্ষণী করে তোলা হতো৷ পাশাপাশি এখন এই লাইব্রেরি খুলে নিউ ইয়র্কবাসীকে মনে করিয়ে দেয়া হচ্ছে, এই শহরে শরীরের উপরের অংশের পোশাক খোলাটা অপরাধ নয়৷- ওয়েবসাইট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *