পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড সাপ্তাহিক টার্নওভারের শীর্ষে উঠে এসেছে। গত সপ্তাহের ৪ কার্যদিবসে ৬৭ কোটি ৫৭ হাজার টাকায় কোম্পানির ২৪ লাখ ৯৮ হাজার ৬০০ শেয়ার লেনদেন হওয়ায় কোম্পানিটি টার্নওভারের শীর্ষে উঠে আসে। গ্রামীণফোন লিমিটেডের শেয়ারের সর্বশেষ বাজার দর ২৬৪.৫০ টাকা।
প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী গ্রামীণফোন লিমিটেডের কর পরিশোধের পর মুনাফা ৫ কোটি ১৬ লাখ ৭০ এবং শেয়ারপ্রতি আয় ৩.৮২ টাকা। আগের বছর একই সময় যায় পরিমাণ ছিল ৪ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৮০০ টাকা এবং ৩.৩৬ টাকা।
‘এ’ ক্যাটাগরির গ্রামীণফোন ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোাদিত মূলধন ৪ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৯৭৯ কোটি ৫৫ লাখ টাকা। শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা। মার্কেট লট ২০০ শেয়ারে।
গ্রামীণফোন লিমিটেডের ১৩৫ কোটি ৩ লাখ ২২টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৯০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩.৯৬ শতাংশ শেয়ার রয়েছে।