হোয়াটসঅ্যাপে চ্যাট কম-বেশি সবাই করে থাকেন, কিন্তু এই চ্যাটের কারণেই ভেঙে যেতে পারে কারোও সম্পর্ক। হোয়াটসঅ্যাপে চ্যাটিংকে কেন্দ্র করেই এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের আগ্রায়।
হোয়াটসঅ্যাপের চক্করে প্রেমে বিয়েতে আবদ্ধ নবদম্পতির ৯ মাসের দাম্পত্য জীবনে ফাটল দেখা দিয়েছে। গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে চ্যাটিংয়ে এতই ব্যস্ত হয়ে পড়তেন স্ত্রী যে, সংসার অন্যকিছু তেমন খেয়াল হতো না তার। এমনকি শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কথাও বলতেন না তিনি।
আর যখন স্বামী অনলাইন থাকতেন তখন তিনি মোবাইল ফোন বন্ধ করে দিতেন। স্ত্রীয়ের এই ব্যবহারে স্বামীর মনেও সন্দেহ দানা বাঁধে। প্রায় দীর্ঘদিন ধরে এমন চলার পর এক পর্যায়ে স্বামী সিদ্ধান্ত নেন স্ত্রীকে ডিভোর্স দেওয়ার।
Leave a Reply