আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাদুল্যাপুরে জালমুদ্রা কারবারী চক্রের সদস্য বিউটি বেগম (৪০)নামের এক মহিলাসহ ৩ জনকে আটক করেছে সাদুল্যাপুর থানা পুলিশ। থানা পুলিশ জানায়, রবিবার রাত ১০টায় এসআই জয়নুল আবেদীন উপজেলার ইসবপুর গ্রামে অভিযান চালিয়ে জালমুদ্রা কারবারী চক্রের এক মহিলা সদস্য চক্রের হোতা দুদু মিয়ার স্ত্রী বিউটিকে আটক করে। অপরদিকে দামোদরপুর ও জামুডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে সাটিফিকেট মামলা ও নিয়মিত মামলায় আরো ২আসামীকে আটক করেন। এরা হলেন, ছকু মিয়া(৫০) ও সুজন মিয়া (২২)। ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সদর থানার মুন্সী পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আঃ হামিদ মিয়ার নিকট থেকে নকল রৌপ মুদ্রা দেখিয়ে ২ লক্ষ, ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিউটি বেগমকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply