পলাশবাড়ীতে রোস্তম আলীর খুনিদের অবিলম্বে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Manobbondhon Photo-26

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজারের ব্যবসায়ী হাবিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক রোস্তম আলীকে হত্যার প্রতিবাদে ও খুনিদের অবিলম্বে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে এলাকাবাসীর আহবানে সোমবার পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ২ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার নারী, পুরুষ, শিশু ও আবাল-বৃদ্ধ বনিতাসহ প্রায় শহস্রাধিক এলাকাবাসী স্বত:স্ফুর্ত অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের কুখ্যাত খুনি শেফাউল চৌধুরী ও তার সন্ত্রাসী বাহিনী গত ১৪ মে রাতে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। পরদিন ১৫ মে সকালে ঠুটিয়াপাকুর পার্বতীপুর সড়কে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে শেফাউল চৌধুরীসহ ৭ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ ১২ দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন, নিহতের ভাই মোস্তফা, রবিউল হোসেন, স্ত্রী হোসেনে আরা বেগম, শ্বশুর হাছেন আলী, চাচা মকবুল হোসেন, স্থানীয়দের মধ্যে মাহাবুব মন্ডল, পলাশ চৌধুরী, সাংবাদিক আমিরুল ইসলাম ও শিক্ষক মামুনুর রশিদ মামুন প্রমুখ। বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারে প্রশাসন ব্যর্থ হলে হরতাল অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান। মামলার বিবরণে প্রকাশ, বিশিষ্ট ব্যবসায়ী ঠুটিয়াপাকুর বাজারে হাবিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক রোস্তম আলীর নিকট থেকে শেফাউল চৌধুরীর নেতৃতাধীন সন্ত্রাসী বাহিনী ৫ লক্ষ টাকার চাঁদা দাবী করে আসছিল। গত ১৩ মে ওই চাঁদার দাবীতে হাবিবকে বাড়ি থেকে উঠে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই দিন পরিবারের পক্ষ থেকে ২০ হাজার টাকা চাঁদা দিয়ে শেষ রক্ষা হলেও বাকী চাঁদার টাকা দিতে অস্বীকার করায় শেফাউল চৌধুরীর সন্ত্রাসী বাহিনী ১৪ মে রাতে রোস্তম আলীকে নৃশংসভাবে খুন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *