সিরিয়ায় ব্যারেল বোমায় নিহত ৬০

syria-intro8-311x186সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর হামলায় নারী ও শিশুসহ ৬০ জন নিহত হয়েছে। এলাকাটি বিদ্রোহীদের দখলে ছিলো। অঞ্চলটি দখলে নিতে সোমবার মধ্যরাতে সরকারি বাহিনী ব্যারেল বোমার হামলা চালায়।

হামলায় শহরটির আল-সুকুরি এলাকার একটি মার্কেটে অবস্থানরত সাধারণ মানুষরাই প্রাণ হারিয়েছে।

দেশটির মানবাধিকার কর্মীরা জানান, ওই হামলার সময় স্থানীয় জনগণ প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য বাজারে অপেক্ষা করছিল। এ সময় সরকারি বাহিনী হামলা চালালে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবু মোহাম্মদ জানান, এ এলাকায় দুটি ব্যারেল বোমা ফেলা হয়। প্রথম বোমাটি ফেলার পর আহতদেরকে উদ্ধারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে দ্বিতীয় বোমাটি ফেলা হয়। ফলে উপস্থিত সকলের মৃত্যু হয়।

তিনি বলেন, আমাদের এখানে বিদ্রোহীদের কোন ঘাঁটি নেই।

উল্লেখ্য, সিরিয়ায় আসাদ বিরোধী চলমান সংকটের শুরুর দিকেই দেশটির বাণিজ্যিক রাজধানী আলেপ্পো দখল করে নেয় বিদ্রোহীরা। এর পর থেকেই শহরটি দখলের জন্য নিয়মিতভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *