মালয়েশিয়ার পশ্চিম উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যাওয়া একটি যাত্রীবাহী নৌকার প্রায় ৬৬ জন নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাত্রীদের সবারই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার মধ্যরাতের দিকে মালাক্কা প্রণালী থেকে তিন কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। নৌকাটিতে ৯৭ জন ইন্দোনেশীয় অবৈধ অভিবাসী যাত্রী ছিলেন বলে ধারণা করা হয়।
মালয়েশিয়ার একটি সংবাদপত্র জানিয়েছে, নিখোঁজ যাত্রীদের অধিকাংশই শিশু ও মহিলা৷
প্রাথমিকভাবে এ দুর্ঘটনার কারণ সম্পর্কে মালয়েশীয় মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি’র কর্মকর্তা মুহাম্মদ জুরি জানান, নৌকাটিসমুদ্র যাত্রার উপযোগী ছিল না বলে এ ঘটনা ঘটতে পারে।
সংস্থাটি জানায়, ৯৭ জন যাত্রী নিয়ে বেআইনিভাবে মালয়েশিয়ায় ঢুকছিল নৌকাটি। সমুদ্র উত্তাল থাকায় হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে সেটি।
এদিকে জীবিতদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে একটি নৌকা পাঠানো হয়েছে এবং আরো দুটি ফেরিও পাঠানো হয়েছে।