রাশিয়াকে ওবামার হুঁশিয়ারি

imageedit_2_6085400279-311x186ইউক্রেনের পূর্বাঞ্চলে উত্তেজনা হ্রাসে রাশিয়া দ্রুত পদক্ষেপ না নিলে মস্কোর ওপর আরও অবরোধ আরোপ করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার তিনি এ হুঁশিয়ারি দেন।

হোয়াইট হাউস জানায়, ইতালির প্রধানমন্ত্রী মতিও রেনজির সাথে টেলিফোনে কথা বলার সময় ওবামা শান্তি চুক্তি মেনে চলতে বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে রাজি করানার জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগেরও আহবান জানান।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়,ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘাতপূর্ণ পরিস্থিতির ব্যাপারে রাশিয়া দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তাদের ওপর আরও অবরোধ আরোপে সমন্বিত পদক্ষেপ গ্রহণে দুই নেতা সম্মত হন।

উল্লেখ্য,গত এপ্রিল থেকে ছড়িয়ে পড়া অস্থিরতায় ইউক্রেনে এখন পর্যন্ত ৪শ’জন নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়,ওবামা ও রেনজি অস্ত্রবিরতি মেনে চলতে বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে রাজি করাতে এবং সীমান্তে অস্ত্রের সরবরাহ ও জঙ্গিদের যাতায়াত বন্ধে রাশিয়ার দ্রুত এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

হোয়াইট হাউস জানায়,প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকোর সহযোগিতায়শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইউক্রেন ও বিচ্ছিন্নতাবাদীদের শান্তি আলোচনা অব্যাহত রাখা উচিত বলে এ দুই নেতা মত দেন।

এর আগে ইউক্রেনের নতুন পশ্চিমা সমর্থিত নেতারা সংঘাতপূর্ণ বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে রাশিয়াপন্থী মিলিশিয়া কর্তৃক একটি সামরিক হেলিকপ্টার ভূ-পাতিত করা সত্ত্বেও তাদের এক তরফা অস্ত্রবিরতি ধরে রাখতে এবং শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *