ইরাকের নতুন খলিফার ভিডিও প্রকাশ

bokr-intro-311x186ইরাকে ‘খেলাফত’ ঘোষণার পর এই প্রথম সুন্নি ইসলামপন্থী জঙ্গি সংগঠন আইএসআইএসের প্রধান আবু বকর আল-বাগদাদির ভিডিওচিত্র প্রকাশ করা হল। ভিডিওতে সারা বিশ্বের মুসলমানদের প্রতি তাকে সমর্থন দেয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা তাদের দখলে আছে উল্লেখ করে তিনি নিজেকে উক্ত খেলাফতের ‘খলিফা’ ঘোষণা করেন।

গত শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের আল-নুরি মসজিদে মুসল্লিদের উদ্দেশে ভাষণ দেন আবু বকর আল-বাগদাদি। সেই বক্তৃতারই রেকর্ড এই ভিডিওচিত্র।

এর আগে সরকারি বাহিনীর বিমান হামলায় আবু বকর নিহত হওয়ার খবর চাউড় হলেও প্রকাশিত ভিডিওচিত্রটি সেই খবরকে মিথ্যা প্রমাণিত করেছে।

আল-নুরি মসজিদে দেয়া ভাষণে আবু বকর‘ইসলামী রাষ্ট্র’ প্রতিষ্ঠার প্রশংসা করেন।

তিনি বলেন,‘গত কয়েক দশক ধরেই মুসলমানদের একজন নেতা নির্বাচন করা দরকার ছিলো। কিন্তু বরাবরই এটা উপেক্ষা করে আসা হয়েছে।’ বক্তৃতায় তিনি এও উল্লেখ করেন যে, তিনি খলিফা বা নেতা হতে চাননি, তাকে বানানো হয়েছে।

ভাষণে আবু বকর বাগদাদি বলেন, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ না হলেও আমাকে নেতা নির্বাচিত করা হয়েছে। আমি সঠিক পথে থাকলে আমাকে সমর্থন করো। ভুল হলে আমাকে পরামর্শ দাও।

ভিডিওচিত্রে আবু বকর বাগদাদিকে ‘খলিফা ইবরাহীম’ বলে উল্লেখ করা হয়। এর আগে খেলাফত ঘোষণার পর জিহাদিরা সর্বসম্মতিক্রমে তাকে ইসলামী রাষ্ট্রের নেতা নির্বাচন করে এবং এ উপাধি দেয়।

উল্লেখ্য, গত রোববার আইএসআইএস ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

এদিকে আইএসআইএস এর নেতৃত্বাধীন জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলের নিনেভা প্রদেশে বেশ কয়েকটি মাজার ও পবিত্র স্থান ধবংস করে দিয়েছে।শিয়া, সুন্নী ও খ্রীস্টানদের পবিত্র স্থানসমূহও ধ্বংসের হাত থেকে রেহাই পায়নি।

জাতিসংঘের হিসেবে সাম্প্রতিক সংঘাতে ইরাকে ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে এবং নিহত হয়েছে দুই হাজার ৪শ’ ৬১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *