দেশব্যাপী বির্তকে আছেন তাপস পাল। তার বির্তকিত মন্তব্য নিয়ে এখন নিন্দার ঝড় বইছে পশ্চিমবঙ্গে। বেশ চাপেই আছেন তিনি। এই অবস্থায় বেড়েছে প্রেসার। উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। পিঠেও নাকি তার ব্যথা রয়েছে।
তবে সমালোচকরা বলছে অন্য কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত এই অধিবেশনে সংসদে যেতে মানা করেছেন তাপস পালকে। শুরু হয়ে গেছে সংসদ অধিবেশন। তাই তিনি মুখ রক্ষায় হাসপাতালে ভর্তি হয়ে মান বাঁচাচ্ছেন।
মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ তাপস পাল। রবিবার গভীর রাতে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ করে পিঠ ব্যথায় অসুস্থ বোধ করায় এবং উচ্চ রক্তচাপ হওয়ায় তাপস পালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পরিবার জানায়।
সোমবার থেকেই সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে। বিতর্ক এড়াতে তাপস পালকে এই মুহুর্তে সংসদে যেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। আর তাই অনেকেই বলছেন সংসদে সমালোচনার হাত থেকে বাঁচতেই হাসপাতালে ভর্তি হলেন তাপস পাল।
নিজের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন জায়গায় একের পর এক হুমকি-বক্তৃতা দিয়ে বিতর্কে জড়িয়েছেন তাপস পাল। সেই বক্তব্যের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর তাপসের নিন্দায় ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এমনকি তার গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। তার সাংসদ পদ বাতিলের দাবিও উঠেছে।