২০১৪ সালের হজ ফ্লাইটের অনুষ্ঠানিক যাত্রা শুরু

38583_haz২০১৪ সালের হজ ফ্লাইটের অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ৪০৯ জন হজযাত্রী নিয়ে বুধবার সকাল ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ এর ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এইচ হারুন এমপিসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাবের সভাপতি ও মহাসচিব এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম দিন বুধবার বাংলাদেশ বিমানের ৪টি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। এ চারটি ফ্লাইটের মধ্যে সকাল ৭টা ৫ মিনিটে ও দুপুর ১২টা ৫ মিনিটে দুটি ফ্লাইটে ৪১৯ জন করে মোট ৮৩৮ জন সরকারি ব্যবস্থপনার হজযাত্রী এবং অন্য দুটি ফ্লাইটে ৭০০’র কিছু বেশি বেসরকারি হজযাত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *