বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা জেলার বেতাগী উপজেলার ৭নং সরিষামুড়ী ইউনিয়নের কালিকা বাড়ি গ্রামের মিস্ত্রী বাড়িতে এ ঘটনাটি ঘটে।জানাগেছে, ভূবন মিস্ত্রীর ছেলে সন্তেষ মিস্ত্রী একই বাড়ির কাকা বিচিত্র মিস্ত্রীর দ্বিতীয় স্ত্রী লিলি রানীর প্রেমে দীর্ঘ ১৫ বছর যাবৎ পরকীয় প্রেমে হাবুডুবু খাচ্ছে। এলাকার নির্মল মিস্ত্রী, পুস্প রানী, কানন বালা, আঃগনি ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়, তাদের গোপন পরকীয়া প্রেমের বিষয় বাড়ির সকলের সন্দেহ হলে তাহারা যুগল প্রেমিকের বাবা ভূবন মিস্ত্রীর কাছে নালিশী করেন। কিন্তু কোন বিচার না পেয়ে কষ্টে দিন কাটাতেন বিচিত্র মিস্ত্রীর, এক পর্যায়ে ভাইয়ের ছেলের সাথে নিজ স্ত্রীর অপকর্ম স্ব-চোখে দেখে হার্ট এট্যাক করে মারা যান, বিচিত্র মিস্ত্রীর মৃত্যুতে পথের কাটা দূর হলো স্ত্রী লিলি রানী। বাড়ির লোকের কাছে কাকির বিছানায় সন্তেষ মিস্ত্রীকে হাতে নাতে ধরে বাবার কাছে বিচার দিলে বরং ছেলের অপরাধের দিকে না তাকিয়ে উল্টো যাহারা নালিশী জানালেন তাদেরকে সাষাঁলেন, বিভিন্ন মিথ্যা মামলায় দেবেন বলে জানান। বাবার এই কথায় ছেলের এ অপকর্ম আরও বেড়ে গেল। প্রতি রাতেই নিজ স্ত্রী ঘরে রেখে কাকি রশিক প্রেমিকার বিছানায় রাত কাটে ভাসুর পুত্র সন্তেষ মিস্ত্রীর। গত সোমবার ২৫শে মে রাত আনুমানিক সাড়ে ৯ টায়। পূর্বের ন্যায় কাকীর বিছানায় যায় অপকর্মের সময় বিচিত্র মিস্ত্রীর প্রথম স্ত্রী পুষ্প রানী দেখে পাশের ঘরের লোক জন ডাক দিলে তাহারা এসে যুগল প্রেমীক সন্তেষ মিস্ত্রীকে হাতে নাতে ধরে ফেলে। তাদেরকে মেরে দরজা ভেংগে পালিয়ে যায় এসময় তার ব্যবহারিত মোবাইল ফোন ও পায়ের জুতা এবং পরনের লঙ্গী ফেলে যায়, স্থানীয় গ্রাম পুলিশ মোঃ শাহজাহান মিয়া মোবাইল ফোন ও জুতা আলামত হিসেবে জমা নেন। ঘটনার পর পরই প্রেমিকা লিলি রানী ও প্রেমিক সন্তেষ মিস্ত্রী গা ডাকা দিয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলেন আমি কিছু জানি না কিন্তু এলাকাবাসির নানা জল্পনা কল্পনা চলছে যে, শেষ পর্যন্ত এর কোন বিচার ব্যবস্থা হবে কিনা এ নিয়ে সংসয়। এই বিষয়টি নিয়ে বেতাগী থানার অফিসার্স ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি জানি না তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
বরগুনা জেলা প্রতিনিধিঃ রাজু