সফল হোক হাসিনা-ট্রুডো সমঝোতা – অাবদুল মালেক।

সফল হোক হাসিনা-ট্রুডো সমঝোতা

dydeyk0d0xev

 

খুনিরা যেমন বেঁচে অাছে, তেমনি বেঁচে অাছেন শেখ হাসিনাও। কানাডা সফরে জাস্টিন ট্রুডোর কাছে সরাসরি ফেরৎ চাইলেন নুর চৌধুরীকে। ট্রুডো তাৎক্ষণিক সম্মতি জানান। অার ‘বেগম’ যে ঐক্য বলে চেঁচান, একবার কি ‘নুরকে ফেরৎ চাইতে পারবেন’? বলতে পারবেন, ‘অামরাও খুনিকে ফেরৎ চাই’? মনে হয়না। অাশা করি সফল হবে হাসিনা-ট্রুডো সমজোতা। – বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু নির্মম পচাত্তর বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি। স্বাধীনতার সুফল চলে যায় পরাজিত শক্তির হাতে, যাদের পৃষ্ঠপোষক বেগম জিয়া। বঙ্গবন্ধুর খুনিরা ছড়িয়ে অাছে নানা দেশে। তেমনই এক খুনি ‘নুর চৌধুরী’। এই খুনিকে ফিরিয়ে দিতে শেখ হাসিনা কানাডীয় প্রধানমন্ত্রী ট্রুডোর সাথে কথা বলেন। বেগম জিয়া কি একবার বঙ্গবন্ধুর খুনিকে ফেরৎ চাইবেন? – যদি না পারেন তবে তিনি কিসের জাতীয় ঐক্যের কথা বলেন? পৃথিবী স্বীকর করে, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিই এ জাতির সেরা সন্তান, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী। যাঁর জন্ম না হলে এ ভুখন্ড হয়তো অাজো পরাধীন থাকতো, তাঁর হত্যাকারিরা থাকবে বিচারের বাইরে, অার তাদের পৃষ্ঠপোষক’রা চাইবে যেন অাওয়ামী লীগ তাদের সাথে সমজোতা করুক, তা হতে পারেনা, হবেও না, কোনদিনই না। – অবশ্য বেগম জিয়ার চাওয়া না চাওয়ায় অাজ অার কিচ্ছু এসে-যায়না। তিনি যাদের স্বার্থের রাজনীতি করেন সে দেশে বিচার, অাইন-কানুন, অাইনের শাসনের কোনো বালাই নেই। তিনি অনেক কিছুই চাননি, কিন্তু সেগুলোও হয়েছে। তিনি যুদ্ধাপরাধীর বিচার চাননি, কিন্তু শেখের বেটি তা করেছেন। এমনকি যুদ্ধাপরাধীর বিচার করতে গিয়ে শেখ হাসিনা পুরো পৃথিবীর বিরুদ্ধে দাড়িয়েছেন। নিজের তরীটি সাহসের সঙ্গে বেয়েছেন সম্পূর্ণ বিপরীত স্রোতে। – একেই বলে সাহস, দুরদর্শিতা, প্রজ্ঞা ও মেধা। তিনি জানতেন বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীর বিচার করা মোটেও সহজ কাজ নয়। কিন্তু তিনি এটিও জানতেন, সত্য প্রতিষ্ঠা করতে গেলে চ্যালেঞ্জ তো নিতেই হবে। তিনি সে চ্যালেঞ্জ নিয়েছেন, তাঁর নিজের জীবন নাশের ঝুকি থাকা সত্বেও। ঐ কথাটি বলতে হয়, “সত্য যে কঠিন, তবু কঠিনেরে ভালোবাসিলাম”।

জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।

13256114_1792154611021106_7968467972793757044_n

লেখকঃ অাবদুল মালেক।।  কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *