ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। গুলি করে হত্যার পর তাঁর শরীরও বিকৃত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জওয়ানের শিরশ্ছেদ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ঘটনার পরে সন্ত্রাসীরা পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে পালিয়ে যায়।
শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানান, বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসীও নিহত হয়েছেন। তবে পাকিস্তানি সেনাবাহিনীর অতিরিক্ত গোলাগুলি অন্য সন্ত্রাসীদের পালিয়ে যেতে সাহায্য করে।
এ ঘটনার উপযুক্ত জবাব দেয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।