স্বদেশ নিউজ ২৪.কমঃ “সময় এখন নারীর-উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা” এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালী শেষে আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কৃষি সম্পারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.কা.মো রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রশিদা বেগম, সাংবাদিক রিকতু প্রসাদ, আফরুজা লুনা, মাসুদুন্নবী রিপন প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা পৌরসভা, রেডিও সারাবেলা, টিআইবি, নারী মুক্তি কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন র্যালী, মানববন্ধন, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ পৃথক পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে পালন করে।