রাজধানীর পল্লবীতে ইলিয়াস মোল্লা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ২৩টি ইউনিট

রাজধানীর মিরপুর ১২ নম্বরের, পল্লবীতে ইলিয়াস মোল্লা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট। তবে আগুন এখন মোটা মুটি ভাবে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজুর রহমান এ তথ্য স্বদেশ নিউজ২৪ ডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১১ মার্চ) দিবাগত রাত ৪টার এই আগুন লাগে ইলিয়াস মোল্লা বস্তিতে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। আগুন লাগার পর চার ঘণ্টার পর তা নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, শুরুতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে আরও তিনটি ইউনিট যোগ দেয় তাদের সঙ্গে। সর্বশেষ সোমবার (১২ মার্চ) ভোর ৬টার দিকে আরও চারটি ইউনিট আসে এর পর আরো ৩টি ইউনিটসহ মোট ২৩টি ইউনিট ও স্থানীয় লোকজন দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা  চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন  ।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত একজন মহিলার অগ্নিদগ্ধ হবার খবরও পাওয়া গেছে।

পাঁচ থেকে সাত হাজার বস্তির  প্রায় সব ঘড়ের সবই আগুনে পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ইলিয়াস আলী মোল্লা বস্তিটি। প্রায় পাঁচ থেকে সাত হাজার টিনের ঘর রয়েছে এই বস্তিতে। এতে বাসিন্দার সংখ্যা প্রায় ২৫ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *