দোয়েল প্রকাশনী থেকে প্রকাশিত জীবনের প্রথম বই ক্যাটাগরিতে ‘কন্যা’ বইটির জন্য আনন্দ আলো সাহিত্য পুরস্কারটি অর্জন করলেন মিষ্টি মারিয়া।
মিষ্টি মারিয়া একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকার পর নতুন করে নাম লেখালেন সাহিত্য লেখকের খাতায়। সাহিত্য লেখকের খাতায় নাম লিখিয়েই লুফে নিয়েছেন সাহিত্য পুরস্কারও ।তার কর্ম ব্যস্ততার মাঝে এরকম একটি বই লেখে সে তার সহ-কর্মী ও তার শুভাকাঙ্ক্ষী সবাইকে চমক লাগিয়ে দিয়েছেন।
মিষ্টি মারিয়া নিজের লেখা বই সম্পর্কে তিনি বলেন, “কন্যা” বইটিতে মা ও মেয়ের ভালোবাসা আছে । পরিবারে কী করে মেয়েরা জেন্ডার বৈষম্যের শিকার হয়। এখানে রয়েছে এক ভিন্ন স্বাদের যুদ্ধ। কিভাবে অস্ত্র ছাড়াই পরিশ্রম ও সাধনা দিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়া যায়। এক পারিবারিক গল্প নিয়ে কন্যার কাহিনী বিন্যাস।
মিষ্টি মারিয়া বলেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। যাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাকে এতদূর নিয়ে এসেছে। এ সাহিত্য পুরস্কার আমার একার নয় যারা বইটি নিয়ে অনেক পরিশ্রম করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন আমি তাদের সবাইকে পুরস্কারটি উৎসর্গ করলাম।
তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই তাপস কর্মকার ও জহিরুল ইসলাম তালুকদারকে সবসময় তারা আমার পাশে ছিলেন। এ ছাড়া আমি বিশেষভাবে কৃতজ্ঞ সিটি আনন্দ আলো ও চ্যানেল আই পরিবারের কাছে আমাকে এই বিশেষ সম্মাননার জন্য।
মিষ্টি মারিয়া বলেন, সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার আমার জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি, যা আমার লেখার ও কাজের গতিকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে।