আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন মিষ্টি মারিয়া

দোয়েল প্রকাশনী থেকে প্রকাশিত জীবনের প্রথম বই ক্যাটাগরিতে ‘কন্যা’ বইটির জন্য আনন্দ আলো সাহিত্য পুরস্কারটি অর্জন  করলেন মিষ্টি মারিয়া।

মিষ্টি মারিয়া একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকার পর নতুন করে নাম লেখালেন সাহিত্য লেখকের খাতায়। সাহিত্য লেখকের খাতায় নাম লিখিয়েই লুফে নিয়েছেন সাহিত্য পুরস্কারও ।তার কর্ম ব্যস্ততার মাঝে এরকম একটি বই লেখে সে তার সহ-কর্মী ও তার শুভাকাঙ্ক্ষী সবাইকে চমক লাগিয়ে দিয়েছেন।

মিষ্টি মারিয়া নিজের লেখা বই সম্পর্কে তিনি বলেন, “কন্যা” বইটিতে মা ও মেয়ের ভালোবাসা আছে । পরিবারে কী করে মেয়েরা জেন্ডার বৈষম্যের শিকার হয়। এখানে রয়েছে এক ভিন্ন স্বাদের যুদ্ধ। কিভাবে অস্ত্র ছাড়াই পরিশ্রম ও সাধনা দিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়া যায়। এক পারিবারিক গল্প নিয়ে কন্যার কাহিনী বিন্যাস।

মিষ্টি মারিয়া বলেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। যাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাকে এতদূর নিয়ে এসেছে। এ সাহিত্য পুরস্কার আমার একার নয় যারা বইটি নিয়ে অনেক পরিশ্রম করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন আমি তাদের সবাইকে পুরস্কারটি উৎসর্গ করলাম।

 

 

 

 

 

 

 

 

 

 

তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই তাপস কর্মকার ও জহিরুল ইসলাম তালুকদারকে সবসময় তারা আমার পাশে ছিলেন। এ ছাড়া আমি বিশেষভাবে কৃতজ্ঞ সিটি আনন্দ আলো ও চ্যানেল আই পরিবারের কাছে আমাকে এই বিশেষ সম্মাননার জন্য।

মিষ্টি মারিয়া বলেন, সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার আমার জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি, যা আমার লেখার ও কাজের গতিকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *