কুষ্টিয়ার খোকসায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খোকসা থানার ওসি বজলুর রহমান বলেন- পারিবারিক বিরোধের জের ধরে স্বামী দেলোয়ার হোসেন আকন তার স্ত্রী শারমিন আক্তার ভানুকে কুপিয়ে নৃশংসভাবে খুন করে লাশ বাড়ির পেছনে ফেলে রেখে পালিয়ে যায়। সকালে নিহতের মা বাড়ির মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। স্বামী দেলোয়ার হোসেন আকন সুনামগঞ্জের মাদুস মিয়ার ছেলে। পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।