চেক প্রতারণা মামলায় চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার তার অনুপস্থিতিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইমান আলী শেখ এই রায় দেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. মিজবাহ উদ্দিন মনির।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আহমেদ শরীফের বিরুদ্ধে মামলাটি করেন মো. মোশাররফ হোসেন সুমন নামে এক ব্যক্তি।পাওনা বাবদ আহমেদ শরীফের দেয়া ১ লাখ ৬৭ হাজার টাকার চেক ইস্টার্ন ব্যাংক থেকে দুবার প্রত্যাখ্যাত হয় বলে মামলায় উল্লেখ করেন তিনি।