খালেদার স্বাস্থ্যের অবনতির জন্য সরকার দায়ী: মওদুদ

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির জন্য সরকারকে দায়ী করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, একটি পরিত্যক্ত কারাগারের নির্জন স্থানে খালেদা জিয়া রাখা হয়েছে। এই কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। এজন্য সরকারই দায়ী।

স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কারাগার থেকে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছুটে যান বিএনপি নেতারাও। সেখানে তিনি এ অভিযোগ করেন।

এ সময় সাংবাদিকদের মওদুদ আহমদ আরও বলেন, সব সময় উনার (খালেদা জিয়া) ব্যক্তিগত চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করিয়েছেন। এজন্য তাকে ব্যক্তিগত চিকিৎসক দিয়েই চিকিৎসা করানো দাবি জানান তিনি।

প্রসঙ্গত, বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ফের কারাগারে নিয়ে যাওয়া হয় বিএনপি প্রধানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *