সিরিয়ায় আবারো বিমান হামলা, ৮ শিশুসহ নিহত ৪০

সিরিয়ার পূর্ব ঘৌটায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ডৌমা শহরে শুক্রবার সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ওই শহর থেকে বিদ্রোহীদের সরে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে একটি আলোচনা ব্যর্থ হওয়ার পর সেখানে স্থল অভিযানও চালানো হয়। খবর আল-জাজিরা, ডয়েচে ভেলের।রাশিয়ার সহযোগিতায় সিরীয় বাহিনী নির্বিচার বোমাবর্ষণ ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পূর্ব ঘৌটার অধিকাংশ অঞ্চল পুনরুদ্ধার করেছে।কিন্তু বিদ্রোহী গোষ্ঠী জয়শ আল ইসলাম পূর্ব ঘৌটার সবচেয়ে বড় শহর ডৌমা থেকে সরে না গিয়ে সেখানেই রয়ে গেছে।

মস্কো রোববার জয়শ আল ইসলামের সঙ্গে একটি চুক্তির ঘোষণা দেয়। সে অনুযায়ী পর পর তিনদিন প্রায় তিন হাজার যোদ্ধা ও বেসামরিক লোক বাসে চড়ে শহরটি থেকে বের হয়ে যায়।কিন্তু বিদ্রোহীদের প্রত্যাহার নিয়ে জয়শ আল ইসলামের মধ্যে মতভেদ দেখা দিলে সবকিছু স্থগিত হয়ে যায়। গেলো ১০ দিনের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার নতুন করে বোমা হামলা শুরু করে সরকারি বাহিনী।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ডৌমার বিভিন্ন অঞ্চলে রুশ যুদ্ধবিমান ও সরকারি বাহিনীর হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *