1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
শোক, লজ্জা ছাপিয়ে অবিশ্বাস - Swadeshnews24.com
শিরোনাম
সোনার দাম আরও কমল রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের জয়লাভ গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূল আসামি আটক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু পলাশবাড়ীতে উপজেলা নির্বাচনে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিএনপি বলে বিরোধীদল দমন’ এবার বুবলী-শাকিবের ‘কোয়ালিটি টাইম’ নিয়ে মুখ খুললেন অপু বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো: সিপিডির রেহমান সোবহান

শোক, লজ্জা ছাপিয়ে অবিশ্বাস

  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৩৩২ Time View

রাশিয়াজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের হাতে নিহত রুশদের কমপক্ষে ১৭টি স্মৃতিস্তম্ভ রয়েছে। প্রতিদিন স্তম্ভগুলোতে ফুল রেখে যায় কেউ না কেউ। বুধবার বিকালে সেখানে ফুলের সংখ্যাটা নিশ্চয় বেড়েছে জার্মানদের বিদায়ে। রাশিয়ার কোনো না কোনো পরিবারের কেউ না কেউ মারা গিয়েছেন সেই যুদ্ধে। তারাই হয়তো ফুল নিয়ে হাজির হয়েছেন সেই সব স্মৃতিস্তম্ভে। তাইতো বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল বিশ্বযুদ্ধে দুমড়ে মুচড়ে যাওয়ায় অন্যরা ব্যথিত হলেও রুশরা খুশিই হয়েছেন! মুখে ফুটে না বললেও তাদের আকার ইঙ্গিতে তেমনটাই বোঝা যায়।তবে গ্রুপ পর্ব থেকে জার্মানদের বিদায়ে বিশ্বকাপ যে রং হারিয়েছে সেটাও মানছেন তারা।

১৪ই জুন থেকে ২৭শে জুন। মাত্র দুই সপ্তাহ। এই সময়েই কেমন ওলটপালট হয়ে গেল জার্মানির বিশ্বকাপ স্বপ্ন। রাশিয়ায় যে দলটা এসেছিল ১৯৬২ বিশ্বকাপে ব্রাজিলের পর দ্বিতীয় আর সব মিলিয়ে (অন্য দলটি ইতালি) তৃতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে, সেই জার্মানিই গ্রুপ পর্ব থেকে বাদ! সেটিও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে! বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে জার্মানির বিদায় অবিশ্বাস্য ব্যাপারই। গ্রুপপর্ব চালু হওয়ার পর থেকে তারা পরের রাউন্ডে যায়নি, এমন নজির নেই। বিশ্বচ্যাম্পিয়ন দলটিই বুধবার দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে। এবারের আসর তো বটেই, বিশ্বকাপের ইতিহাসেরই বড় অঘটন এটি। প্রথম ম্যাচেই জার্মানির বিপর্যয়ের ইঙ্গিত মিলেছিল। মেক্সিকোর বিপক্ষে তারা হেরেই শুরু করেছিল বিশ্বকাপ-রক্ষার মিশন। তবে দ্বিতীয় ম্যাচেই সুইডেনের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। কোরিয়ার বিপক্ষে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হতো জার্মানির, কিন্তু এখন হেরেই বিদায় নিতে হচ্ছে।

জার্মানদের গ্রুপ পর্ব থেকে বিদায়ের নানা কারণ দেখছে বিশ্ব মিডিয়া। অন্যতম একটি কারণ হলো দলীয় কোন্দল। ও সিনিয়র ফুটবলারদের উপর জোয়াকিম লো’র আস্থা হারানো। একটা দল জিততে থাকলে তাদের ভুলত্রুটিগুলো যেমন চোখে পড়ে না, তেমন ভেতরে ভেতরে কোচ ফুটবলারদের দ্বন্দ্বও সামনে আসে না। সেটা বোঝা যায়, দল ব্যর্থ হলে। যা ঘটেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বেলায়। মেক্সিকোর কাছে হারের পর জার্মানির কোচ ফুটবলারের দ্বন্দ্ব সামনে চলে এসেছে। কোচ ও ফুটবলাররা পরস্পরের দোষারোপের রাস্তায় হাঁটা শুরু করেছিলেন। সুইডেন ম্যাচে মেসুত ওজিল ও সামি খাদিরাকে বসিয়ে তরুণে আস্থা রেখেছিলেন জোয়াকিম লো। কিন্তু তরুণরাও তার আস্থার প্রতিদান দিতে পারেনি।

তাইতো জার্মান পোস্ট জোয়াকিম লোকে সরে যাওয়ার অনুরোধ করেছেন। জার্মানির ডাগআউটে লো আছেন ১৪ বছর ধরে। প্রথমে এসেছিলেন ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হয়ে। ক্লিন্সমান নিজ দেশে আয়োজিত ২০০৬ বিশ্বকাপে হতাশ করার পর উত্তরসূরি হিসেবে জোয়াকিম লোকে বেছে নেয়া হয়। সেই লো অবশেষে এক যুগ ধরে জার্মানির কোচের দায়িত্ব পালন করার পর সরে যাচ্ছেন! এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আসতে বাকি নেই। ছাঁটাই হওয়ার আগে লো নিজেই সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন।
১৯৯০ সালের পর জোয়াকিল লো’র হাত ধরেই ২০১৪ সালে এসেছে প্রথম বিশ্বকাপ শিরোপা। ২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকলেও লো সরে যাবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লো যদিও পরিষ্কার ধারণা দেননি। দক্ষিণ কোরিয়ার কাছে হারার পর ৫৮ বছর বয়সী এই কোচ বলেন, ‘এখনই এই প্রশ্নের (অবসর নেবেন কি না) উত্তর দেয়া আমার জন্য কঠিন। পুরো ব্যাপারটা ঠাণ্ডা মাথায় ভেবে দেখতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে। এখন হতাশাচ্ছন্ন হয়ে আছি। ভবিষ্যৎ নিয়ে পরে কথা বলবো। তখন দেখা যাবে কী হয়।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিদায় নেয়া অবশ্য একদমই নতুন ঘটনা নয়। বিশেষ করে ইউরোপের দলের জন্য। এ নিয়ে টানা চার ইউরোপিয়ান বিশ্ব চ্যাম্পিয়ন প্রথম পর্ব থেকে বিদায় নিলো। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি আর ২০১৪ বিশ্বকাপে স্পেন প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল। এবার জার্মানি। ১৯৩৮ বিশ্বকাপের পর এই প্রথম গ্রুপ পর্ব পেরোতে পারলো না জার্মানি। অথচ তারা ফাইনাল খেলেছে ৭ বার, সেমিফাইনাল খেলেছে ১৩ বার, কোয়ার্টার ফাইনাল খেলেছে ১৬ বার। জার্মানির মতো এত ধারাবাহিক দল বিশ্বকাপেই আর নেই!

এতো সব সাফল্যের পর গ্রুপ পর্ব থেকে জার্মানদের বিদায়ে আরেকটি কারণ খুঁজে পেয়েছেন বৃটিশ সাংবাদিক রবার্ট আন্থনি। দ্য নিউইর্য়ক টাইমসের এই সাংবাদিক জানান, এবারের বিশ্বকাপ নিয়ে অতি আত্মবিশ্বাসী ছিলো জার্মানরা। তারা ধরেই নিয়েছিল রাশিয়া বিশ্বকাপও জিতবে তারা। তাইতো বিশ্বকাপে আসার আগেই জোয়াকিম লো’র সঙ্গে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিলো। সবকিছু মিলিয়ে অতি আত্মবিশ্বাসে ডুবেছে জার্মানি। কারণ যাইহোক গ্রুপ পর্বে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ে বিশ্বকাপ যে শ্রী হারিয়েছে, সেটা মানছেন তার খোদ শত্রুরাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com