1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
আফ্রিকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের কষ্টের গৌরবগাথা - Swadeshnews24.com
শিরোনাম
দেশে নয়, বিদেশে নির্জন দ্বীপে বসছে শাকিব খানের বিয়ের আসর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-অপ্যায়ন সম্পাদক হলেন সোহেল চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পাচ্ছেন জায়েদ খান শাকিবের তৃতীয় বিয়ে, মুখ খুললেন অপু বিশ্বাস ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনার দাম আরও কমল রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির জায়েদ খানের এফডিসিতে ফেরা হবে কিনা, জানালেন ডিপজল কক্সবাজার জেলায় কত রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি ১৫ বছর পর নতুন গানে জেনস সুমন যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের জয়লাভ গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূল আসামি আটক

আফ্রিকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের কষ্টের গৌরবগাথা

  • Update Time : শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ১৯৩ Time View

ছেলের বয়স মাত্র ছয় মাস। তার জন্মের পরই মধ্য আফ্রিকার শান্তি মিশনে আসেন তিনি। নিজের প্রথম সন্তান হওয়ায় বাড়তি আকর্ষণ তার। কিন্তু ছেলেকে না দেখেই কাজ করতে হচ্ছে তাকে। অসুস্থ স্ত্রীর পাশেও থাকতে পারছেন না। আরেকজনের মা গুরুতর অসুস্থ।যেকোনো সময় হয়তো শুনতে হবে কোনো খারাপ খবর। এরকম অসংখ্য উদাহরণের সাক্ষী হয়ে বাংলাদেশ থেকে প্রায় ৮ হাজার কিলোমিটার দূরত্বে কাজ করছেন সেনাবাহিনীর একটি চৌকস দল। কষ্টগাথা বুকে নিয়ে দেশকে এনে দিচ্ছেন সাফল্যের গৌরবগাথা। তবে তাদের সবসময়ের হাসিমুখ দেখে এটা বোঝার উপায় নেই। এসব প্রকাশও করতে চান না তারা। এধরনের কষ্টগাথা শুধু মিশনে কর্মরতদের না,একই কষ্টের মধ্যে থাকতে হয় তাদের পরিবারের সদস্যদেরও। মিশনে কোনো দুর্ঘটনার কথা শুনলেই পরিবারের সদস্যদের অন্তরাত্মা কেঁপে ওঠে বলে জানান সেনাসদস্যরা। পরিবারের সদস্যরা খোঁজ নিতে থাকেন স্বামী, ভাই বা বোনের। ভাগ্য সুপ্রসন্ন হলে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়। না হলে কোনো অফিসারের দেশে থাকা স্ত্রী বা অন্যদের কাছ থেকে খবর জানতে হয়। অন্যদিকে আফ্রিকার দুর্গম অঞ্চলে কোনো অপারেশনে থাকলে যোগাযোগ করার কোনো সুযোগ থাকে না। তাই শঙ্কা, সন্দেহ আর আতঙ্ক নিয়েই অপেক্ষা করতে হয় পরিবারের সদস্যদের। বাংলাদেশ স্পেশাল ফোর্স বা ব্যানএসএফ-এর এক সদস্য জানান, পরিস্থিতি ঠিক থাকলে স্ত্রীর সঙ্গে হয়তো নিয়মিত যোগাযোগ রাখা হয়। কিন্তু প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও মা-বাবার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখি না। কারণ, প্রতিদিন যোগাযোগ রাখলে তারা প্রত্যাশা করবেন প্রতিদিন কথা বলার। অনেক সময় অপারেশনের জন্য আমাদের যেতে হয় দুর্গম জঙ্গলে। যেখানে তৎপর থাকে দুর্ধর্ষ সব অস্ত্রধারী সন্ত্রাসী। একটানা কয়েকদিন সেখানে অপারেশনে থাকলে যোগাযোগ রাখা সম্ভব হয় না। এতে মা-বাবা আতঙ্কিত হয়ে অসুস্থ হতে পারেন। কখনও দুর্ঘটনাও ঘটতে পারে। অতীতে এরকম অনেক ঘটনা ঘটেছে। তাই সপ্তাহে এক বা দুবার কথা বললে তারা চিন্তামুক্ত থাকেন। মধ্য আফ্রিকার দুর্গম অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে আধুনিক মারণাস্ত্র নিয়ে সক্রিয় রয়েছে প্রায় ১০টি দুর্ধর্ষ বাহিনী। সংখ্যায় তারা প্রায় ৯ হাজার। এদের মধ্যে এন্টি বলাকা আর এক্স সেলেকা সবচেয়ে বেশি দুর্ধর্ষ। এসব সন্ত্রাসী বাহিনীর হাতে রয়েছে এম-১৬, আরপিজি, এইচএমজি ও কালাশনিকভের মতো অত্যাধুনিক অস্ত্র। প্রতিনিয়ত এদের সঙ্গে লড়েই মধ্য আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ শান্তিরক্ষীরা। বিশ্বের ২১টি দেশের ২৭টি কন্টিনজেন্ট কাজ করছে মধ্য আফ্রিকায়। মাত্র তিনটি কন্টিনজেন্ট নিয়ে শান্তি রক্ষায় কাজ করছে বাংলাদেশ। দুর্গম জায়গা হওয়ায় কোনো অপারেশনে কয়েক সপ্তাহ লেগে যায়। সম্প্রতি পৃথক দুটি অপারেশনে একটানা ৮২ ও ৩০ দিন সময় লেগে যায়। এসময়টুকু তাদের থাকতে হয়েছে গহিন জঙ্গল আর ঝুঁকিপূর্ণ এরিয়ায়। এদিকে এ রিপোর্ট যখন লেখা হচ্ছে তখন মধ্য আফ্রিকার গ্রিমারিতে ৪টি এপিসি ও ২টি এলএবি নিয়ে পাঁচ দিন ধরে আটকে আছেন ৮০ জন বাংলাদেশি শান্তিরক্ষী। এপিসিতে ত্রুটি দেখা দেয়ায় ঘন জঙ্গলের মাঝে আটকে আছেন তারা। আরও কয় দিন লাগবে তার কোনো নিশ্চয়তা নেই। দলটি বাংগুই থেকে ৩৮০ কিলোমিটর দূরত্বে অবস্থিত বামবারিতে যাচ্ছিল। সাধারণত এ রাস্তা যেতে সময় লাগে তিন দিন। বাংগুই কন্টিজেন্টে থাকা সেনা কর্মকর্তারা জানান, আটকে থাকা সেনাসদস্যদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের পরিবারের অনেক সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের জানিয়েছি, তারা সুস্থ আছেন, ভালো আছেন। শুধু যোগাযোগ ব্যবস্থা না থাকায় তাদের সঙ্গে কথা বলতে পারছেন না পরিবারের সদস্যরা। কন্টিনজেন্টে থাকা আরেক সেনাসদস্যর ছোট ছেলে অসুস্থ। কিন্তু ওই কর্মকর্তার মুখে হাসি দেখে বোঝার উপায় নেই। তিনি জানান, এখানে আমরা যে কজন আছি তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শত কষ্ট আর প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করছি। এতে আমাদের মনে কোনো দুঃখ নেই। কারণ, দেশের জন্য কাজ করতে পারাটা অনেক গর্বের, অনেক সম্মানের। আরও কয়েক সেনাকর্মকর্তা বলেন, আমাদের সফলতা মানেই দেশের সফলতা। জাতিসংঘ আমাদের ওপর যে আস্থা রেখেছে তা নষ্ট হতে দিতে পারি না। আমাদের পূর্বসুরিরা এখানে কাজ করে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। এজন্য তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই বাংলাদেশের অর্জিত এ সম্মান ধরে রাখতে আমরাও প্রস্তুত সব ধরনের ত্যাগ স্বীকার করতে। তারা বলেন, বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। পরিবারের মুখে থাকবে অনাবিল সুখের হাসি। এদিকে জাতিসংঘের মূল্যায়নে, মালিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শান্তিরক্ষা মিশন। ঝুঁকির বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। বর্তমানে মধ্য আফ্রিকায় তিনটি কন্টিনজেন্ট নিয়ে কাজ করছে বাংলাদেশ। একটি হলো ব্যানএসএফ, যার সদস্যসংখ্যা ১৫০ জন। কমান্ডো ট্রেনিংসহ বিশেষভাবে প্রশিক্ষিত স্পেশাল ফোর্সের সদস্যরা এরইমধ্যে সাফল্যের সঙ্গে অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছেন। ব্যানব্যাট নামে আরেকটি কন্টিনজেন্টের সদস্য রয়েছেন ৮০২ জন। এছাড়া চিকিৎসা সেবার জন্য গঠিত ব্যানমেড কন্টিনজেন্টের সদস্য রয়েছে ৬৯ জন। সব মিলিয়ে বর্তমানে এখানে কাজ করছেন ১০৪৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী। তাদের দুর্দান্ত সাহসী ভূমিকা আর অবিশ্বাস্য সব ত্যাগ দিয়ে লাল-সবুজের পতাকাকে বিশ্বের কাছে তুলে ধরছেন গৌরবময় জাতি হিসেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com