কেউ বলে জাদুকর, কেউবা বলেন ভিন গ্রহের ফুটবলার। তার স্কিল নিয়ে কোন প্রশ্ন নেই। প্রতিপক্ষ ফুটবলারকে নাকানিচুবানি খাওয়াতে তার জুড়ি মেলা ভার। সেই লিওনেল মেসি এবার নতুন করে স্কিল শেখার প্রয়োজন পড়লো! তাও কিনা নিজের পোষা কুকুরের কাছ থেকে!নতুন স্কিল শেখার জন্য মেসি বেছে নিলেন নিজের পোষা কুকুরকে। নিজের বাড়ির আঙ্গিনায় কুকুরকে নিয়ে নিবিড় অনুশীলনে ব্যস্ত লিওনেল মেসির একটি ভিডিও তিনি নিজে টুইটার পেজে প্রকাশ করেন। মুহূর্তেই ওই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কুকুরের সঙ্গে বল দখলের লড়াই চলছে মেসির। তিনি দারুণ স্কিলে সেই বল দখলে রেখেছেন। যেই না কুকুর দৌড়ে এসে বলটি নিতে যাবে, তখনই তিনি বলটি কুকুরের মাথার ওপর তুলে সেটিকে নিয়ন্ত্রণে রাখছেন