নিক-প্রিয়াঙ্কার বিয়ে সেপ্টেম্বরে

গোপনে প্রেম করছিলেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সঙ্গীত শিল্পী নিক জোনাস। তবে সেই প্রেম বেশি দিন গোপন থাকেনি। যদিও প্রেমের বিষয়ে মিডিয়ার সামনে এখন পর্যন্ত নীরব আছেন প্রিয়াঙ্কা-নিক।তবে একটা বিষয় তিনি স্বীকার করেছেন। আর তা হলো নিজের মধ্যে বোঝাপড়ার পালাটা সেরে নিচ্ছেন নিক-প্রিয়াঙ্কা।এবার জানা গেল দারুণভাবেই এগিয়ে চলেছে তাদের এই বোঝাপড়া।

সম্প্রতি একসঙ্গে ভারতে ঘুরে গেছেন তারা। এরপর নিকের কনসার্ট দেখতে ব্রাজিল গিয়েছিলেন।এছাড়া কিছুদিন আগে প্রিয়াঙ্কার ৩৬তম জন্মদিন একসঙ্গে উদযাপন করেছেন। আর এই জন্মদিনেই নাকি গোপনে বাগদান করেছেন নিক-প্রিয়াঙ্কা।আর সবচেয়ে বড় চমক নাকি হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর নিকের ২৬তম জন্মদিনে। এদিনই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর গুঞ্জন হিসেবে প্রকাশিত হয়েছে। এই বিয়ের জন্যই সালমানের বিপরীতে ‘ভারত’ সিনেমার কাজ ছেড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা।ভারত সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর প্রিয়াঙ্কা সিনেমা ছাড়ার পর জানান, বিশেষ একটি কারণে সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কা।টুইটারে তিনি লেখেন, ‘একটি বিশেষ কারণে ‘ভারত’ সিনেমায় কাজ করবেন না প্রিয়াঙ্কা। আর সেই কারণটির জন্য আমরা সকলেই দারুণ খুশি। ভারত ছবির গোটা টিমের তরফে প্রিয়াঙ্কার জন্য অনেক শুভেচ্ছা রইল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *