ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ দেয়া হয়েছে।এবছর ফিরোজা বেগম স্বৃতি স্বর্ণপদক ও পুরস্কার এর জন্য মনোনিত হয়েছেন শিল্পী রুনা লায়লা। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী ভবন মিলয়নায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র, শিল্প সাহিত্য অঙ্গণের বিশিষ্টজন এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।