দুর্ঘটনায় জড়িতদের শাস্তি হবে, দিয়ার বাবাকে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত দিয়া আক্তার মিমের মহাখালির বাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি শোকাহত পরিবারকে সান্তনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এসময় মন্ত্রীর কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দিয়ার বাবা।

দিয়ার বাবা বলেন, ‘লাইসেন্স যদি দিয়েও থাকে, এরা কীভাবে লাইসেন্স পেল? এরা কি ঘুষ খাইয়ে লাইসেন্স পেল বিআরটিএ থেকে? নাকি এদের ইন্টারভিউ দিয়ে লাইসেন্স দিল? এগুলো নিয়ে তদন্ত হবে বলে তিনি জানান।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অদক্ষ ড্রাইভার হোক, বা ত্রুটিপূর্ণ গাড়িই হোক- কোনোটাই এই ঢাকা শহরে চালানোর উপযোগী নয়। এ ব্যাপারে আমরা এটা কেন কীভাবে হলো- সেটা দেখবো এবং এর বিচার হবে। গাড়িটি আমরা চেক করছি এবং এর লাইসেন্স আছে কিনা- সব কিছু আমরা দেখবো। কারণ এখানে প্রশ্ন আসছে, এরা শুধু অদক্ষ নয়, এরা লাইসেন্স বিহীনভাবেও চালাচ্ছে। এগুলো আমরা দেখবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *