নতুন রূপে আসছে ইয়ামি গৌতম

বলিউডের অন্যতম আলোচিত নায়িকা ইয়ামি গৌতম। এবার নিজের চিরচেনা ইমেজ ভেঙে খোলামেলা অবতারে হাজির হচ্ছেন পর্দায়। ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমায় শহীদ কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে। ছবির একটি গানের শুটিং পাঁচ তারকা হোটেলের বাথটাবে হয়েছে বলে খবরে জানা যায়।

সেখানে খোলামেলাভাবে দেখা গেছে তাকে।সিনেমায় বেশ কিছু দৃশ্যে আবেদনময়ী ইয়ামিকে দেখা যাবে। ‘ভিকি ডোনার’ খ্যাত নায়িকা আগে কখনও এভাবে ক্যামেরার সামনে দাঁড়াননি। ইয়ামির এই খোলামেলা দৃশ্যে অভিনয় করা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।তবে এসব নিয়ে মোটেই ভাবছেন না ইয়ামি।

বরং নতুনভাবে পর্দায় উপস্থাপন করতে পেরে আনন্দিত ইয়ামি। তিনি বলেন, আমি মাধুরীর ‘এক দো তিন’ নাচ যদি পছন্দ করতে পারি। তাহলে তার মতো কেন নাচতে পারবো না।সবশেষ এই নায়িকার ‘কাবিল’- ছবিটি ব্যাপক প্রশংসিত হয়।

তার বিপরীতে ছিলেন হৃত্বিক রোশন। প্রতিশোধের গল্পের ছবিটি পরিচালনা করেন সঞ্জয় গুপ্ত।মডেলিং থেকে সিনে জগতে পা রাখেন ইয়ামি। হিন্দি, তামিল, তেলেগু, পাঞ্জাবিসহ বেশ কয়েকটি ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি।তার অভিনীত অ্যাকশন জ্যাকসন, বদলাপুর, সানাম রে ছবিগুলো বেশ প্রশংসিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *