মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

রাজধানীর মগবাজারে বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।শুক্রবার দুপুরে মগবাজারের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা গোল্ডেন লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।ঢাকা মহানগর পুলিশ রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ঘটনাটি নিশ্চিত করেছেন।নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল(৩৫)।

তিনি রাজধানীর উত্তর গোড়ানের বাসিন্দা বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসটি প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রিকশাটি সড়কের পাশে পড়ে যায়। রিকশার আরোহী ও চালক আহত হন। এরপর বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে সেখানে উপস্থিত লোকজন বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

গেল রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে ঝরে যায় দুই শিক্ষার্থীর প্রাণ। এরপর তার সহপাঠীরা আন্দোলনে নামেন। ধীরে ধীরে এ আন্দোলন পুরো রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে। এ ঘটনার রেশ না কাটতেই আবারও বাসচাপায় রাজধানীতে মোটরসাইকেলের এক আরোহী নিহত হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *