বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন স্বজনরা

: শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
: ৬ years ago

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

আজ  শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে তাঁরা এই সাক্ষাত করেন।

প্রতিনিধি দলে বিএনপির চেয়ারপারসনের বোন সেলিমা ইসলাম, ব্যক্তিগত চিকিৎসক মামুনসহ পাঁচজন ছিলেন। সাক্ষাত শেষে বিকেল সাড়ে ৫টায় তাঁরা কারাগার থেকে বেরিয়ে যান। তবে, গণমাধ্যমের সঙ্গে তাঁরা কথা বলেননি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।