ছাত্র বিক্ষোভ দমন করতেই পরিবহন ধর্মঘট: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেছেন, ছাত্র বিক্ষোভ দমন করতেই পরিবহন ধর্মঘট চলছে।

শনিবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগ হলে রুখে দাঁড়াবে দেশের জনগণ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘নির্বাচন যত কাছে আসছে সরকারের রূপ তত পরিষ্কার হচ্ছে। সরকার যে জনগণ থেকে কতটুকু বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেটা দিনদিন ধরা পড়ছে। সিটি নির্বাচনগুলোতে স্পষ্ট প্রমাণিত হয়েছে এই সরকারের জনসমর্থন নেই। যে কারণে কারচুপি করে বেআইনীভাবে কেন্দ্র দখল করে এজেন্টদের সরিয়ে দিয়ে জোর করে নির্বাচনে জয়ী হচ্ছে।’

তিনি আরো বলেন, দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় যে আন্দোলন শুরু হয়েছে এগুলো মানুষের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কোটা আন্দোলনে সরকারের প্রতারণার কারণে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসকে শিক্ষার্থীরা এখন আর বিশ্বাস করে না। নির্লজ্জ মিথ্যাচার প্রতারণার সরকারের আচরণে দেশের মানুষ মর্মাহত। রাষ্ট্র পরিচালনায় এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *