শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ধ্বংস করতে বিএনপি-জামায়াত মরিয়া হয়ে পরেছে : শাকের তানিন

নিরাপদ সড়ক আমরাও চাই,আন্দোলন করুক সমস্যা নেই । কিন্তু সেটা হবে সঠিক পথে,সঠিক নিয়মে।আন্দোলনের ভাষা এরকম হয়?এগুলো তো বস্তির ও টোকাই ছেলে মেয়েদের মুখের ভাষা।এদের বাবা-মায়েরা কি এগুলো দেখেনা যে,এগুলো প্রতিবাদের ভাষা হতে পারেনা। এতে মানবিক মূল্যবোধের মৃত্যু ঘটে। মূলতো এদের উপর বি,এন,পি-জামাতের পেতাত্বা ভর করেছে বোদ হয়।তাই ছাত্রদের উদ্দশ্যে বলবো তোমরা ঘরের ছেলে ঘরে ফিরে যাও।লেখা পড়া করো বড় হয়ে এই সমাজ ও রাষ্ট্রকে বদলে দাও,তোমরা পারবে সেটা দেখিয়েছো। এমনটি বলছেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য আবু শাকের তানিন খাঁন । তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের দাবি-দাওয়া মেনে নিয়েছেন এবং তা বাস্তবায়নও ইতোমধ্যে করেছেন । ছাত্র-ছাত্রীদের চলনমান আন্দোলন অত্যান্ত যৌক্তিক এটা আমাদের সকলেরই প্রানের দাবি। আর এ দাবি গুলো রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আন্তরিকভাবে উপলদ্ধি করে সকল দাবি মেনে নিয়েছেন কিছু বাস্তবায়ন করেছেন আর বাকি গুলো করার জন্য এগোচ্ছেন। শাকের তানিন বলেন, তোমরা আমাদের অনেক কিছুই শিখিয়েছো যা আমরা মনে রাখবো সারাজীবন। রক্ষকরা যে ভক্ষক হয় তা চোখে আঙ্গুুল দিয়ে দেখিয়ে দিয়েছো। হয়তোবা জানা হতোনা কোনোদিন। সাবাস তোমাদের, তাহলে এবার ক্লাসে ফেরার সময় হয়েছে। আশা করি আজ তোমাদের এ যৌক্তিক আন্দোলন স্থগিত করে বাড়িতে ফিরবে।

শাকের তানিন দাবি করেন,এখানে অশ্লীল পোস্টার শিশুর হাতে তুলে দেয়া এই মহিলা রাজশাহী-৫ (পুঠিয়া) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবা হাবিবা। তার নির্লজ্জতা ও বেহায়াপনার একটা সীমা থাকা দরকার । বিএনপি নেতাদের বলবো, নিজেদেরই যখন আন্দোলন করার মত কোন ক্ষমতা নেই, তাহলে চুপ করে বসে থাকবেন। এই দুধের বাচ্চাদের এমন নোংরা ভাষা শেখানোর অধিকার কে দিল আপনাদের ?যারা শিশুদের নিয়ে এমন বেহায়াপনা রাজনীতি করতে পারে তাদের কাছ থেকে দেশবাসী এর চেয়ে ভালো আর কি আশা করতে পারে? জনগন এদেরকে আর সরকারে চায় না। শিক্ষার্থীতের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই বিএনপি-জামায়াতের সমর্থকরা তাদের আন্দোলনে ঢুকে গাড়ি ভাংচুর করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু সাধারণ ছাত্ররা আন্দোলনের নামে রাজনীতি করার বিপক্ষে। গনতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নকে বাধগ্রস্থ করতে বিএনপি-জামায়াত এই অপশক্তি ব্যবহার করছে বলেও জানান শাকের তানিন । শিক্ষার্থীদের পিতা-মাতাদের অনুরোধ করব যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি আমলে নেবার জন্যে এবং শিশুদের মেধা মনন বিকাশে আশালীন ভাষা ব্যবহার না করতে সতর্ক থাকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *