শাস্তি পেলেন রনি

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ১২ রানে হারিয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি। এই ম্যাচে অসাধারণ বোলিং করলেও আইসিসি থেকে শাস্তি পেতে হয়েছে আবু হায়দার রনিকে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই টাইগার পেসারকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও জমা হয়েছে তার নামের পাশে।এদিন উইন্ডিজ ব্যাটসম্যানের বিপক্ষে বাজে ভাষা ব্যবহারের জন্য ২২ বছর বয়সী রনিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ইনিংসের ১৪তম ওভারের ঘটনা সেটি। রনির পরপর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন রোভমান পাওয়েল।

আম্পায়ার আগে সতর্ক করার পরও রনি তখন কটু কথা বলেন, যা আইসিসির চোখে ‘অনুপযুক্ত’।ম্যাচ শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের দোষ স্বীকার করে নেন রনি। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কের এই ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২৬ রান দেন ডান-হাতি এই বোলার। নিয়ন্ত্রীত বোলিং করে নিজের শেষ ওভারে একটি উইকেট পাবার দ্বারপ্রান্তে পৌঁছেও বঞ্চিত হন ফিল্ডারের ক্যাচ মিস করার কারণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *