গেল কয়েক মাস ধরে বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন গায়ক নিক জোনাসের প্রেম নিয়ে গুঞ্জন চলছে। বিভিন্ন উৎসবে তাদেরকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।সবশেষ প্রিয়াঙ্কার ভারত সফরেও প্রেমিক নিক সঙ্গী হিসেবে ছিলেন।
এদিকে প্রিয়াঙ্কার ৩৬ তম জন্মদিনের পর সবাইকে হতাশ করে সালমানের বিপরীতে ‘ভারত’ সিনেমা ছেড়ে দেন এই নায়িকা।গুঞ্জন উঠে, জন্মদিনে বাগদান সম্পন্ন করেছেন নিক-প্রিয়াঙ্কা।
কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয় অক্টোবরেই বিয়ের পর্ব সেরে ফেলবেন তারা।নিক-প্রিয়াঙ্কা এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। জানা গেছে, সেখানে নিকের একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। ভক্তদের গান শোনাতেই তার এই সফর।
এই সফরে প্রেমিকাকে সঙ্গে নিতে ভুল করেননি নিক। এতে বিয়ের আগে তাদের বোঝাপড়াটা ভালোই হবে। সিঙ্গাপুর এয়ারপোর্টে তাদের হাতে হাত রেখে হাঁটতে দেখা গেছে। এ সময় দু’জনই কালো রঙের পোশাক পরেছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
পপ ও রক মিউজিকে জনপ্রিয় গায়ক জোনাস অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। জিতেছেন ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার।
তবে প্রিয়াঙ্কার চেয়ে বয়সে ছোট জোনাস। ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কার প্রেমিক জোনাসের বয়স ২৫। আগামী সেপ্টেম্বরে ২৬-এ পা রাখবেন নিক জোনাস। শোনা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে প্রেমিকের জন্মদিনেই বিয়ে সেরে ফেলবেন প্রিয়াঙ্কা!