ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তিন মাসে ২১ হাজার গুজব ছড়ানো হয়েছে দাবি করে মিসরের টেলিভিশন চ্যানেলগুলোতে সতর্কতামূলক বিজ্ঞাপন প্রচার করছে দেশটির সরকার।
এক সমাবেশে দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি এই তথ্য তুলে ধরার পর থেকে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার শুরু হয়।
বিবিসি বাংলার খবরে জানানো হয়, মিসরের রাজধানী কায়রোতে মানব পাচারকারী একটি দল তিন শিশুকে ধরে নিয়ে হত্যা করে বলে খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। সেই খবরকে নাকচ করে বিজ্ঞাপন প্রচারিত হয় বেসরকারি এক টেলিভিশনে। নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে সেই বিজ্ঞাপনে শিশু হত্যার খবরটিকে ‘গুজব’ বলা হয়।
ওই বিজ্ঞাপনে বলা হয়, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে যা দেখবেন,তার সবটা বিশ্বাস করবেন না।’
বিজ্ঞাপনে আরও বলা হয়, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিন। খবর জানতে বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য মাধ্যমের ওপর নির্ভর করুন।’
মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনেও একটি বিজ্ঞাপন প্রচারিত হয়। এতে দেখানো হয়, ১০ দিনের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আটটি ‘গুজব’ ছড়ানো হয়।
ওই বিজ্ঞাপনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে ‘মিথ্যার প্ল্যাটফর্ম’ হিসেবে আখ্যায়িত করা হয়।
গুজব নিয়ে সিসির ভাষ্য
মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি বলেছেন, গুজব দেশকে ধ্বংস করে দিতে পারে। তিন মাসে ২১ হাজার গুজবের মুখোমুখি হয়েছে দেশ।
সিসির এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে মিসরের পত্রিকাগুলো। গুজবের বিরুদ্ধে তার হুঁশিয়ারিকে প্রধান শিরোনাম করেছে কিছু সংবাদমাধ্যম।
এদিকে সিসিকে উদ্ধৃত করে একটি নিউজ পোর্টালের খবরে জানানো হয়, যুবকদের মধ্যে হতাশা সৃষ্টির লক্ষ্য নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।