ঈদে বেলাল খানের দুঃখ নেই

বিনোদন ডেস্ক, স্বদেশ নিউজ২৪: জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের গাওয়া নতুন একটি গানের ভিডিও তৈরি হলো। গানটির শিরোনাম ‘দুঃখ নেই’। ঈদুল আজহা উপলক্ষে ১৮ আগস্ট প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ভিডিওটি। ‘দুঃখ নেই’ গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। ভিডিওটির পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন । অডিও এবং ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ব্যানারে গান ও গানের ভিডিওটি তৈরি হয়েছে।

সম্প্রতি ঢাকার উত্তরা এবং পুবাইলের দারুন সব লোকেশনে গানটির ভিডিও চিত্রায়িত করা হয়েছে। বেলাল খান স্বদেশ নিউজ২৪কে বলেন, ‘গানটি চলমান ধারার বাইরে গিয়ে তৈরি করা। ভিন্নতা আছে। শ্রোতাদের খারাপ লাগবে না।’

গানের ভিডিও প্রসঙ্গে এই সংগীতশিল্পী বেলাল খান বলেন, ‘এবারই পুরো গানের ভিডিওতে অন্য মডেলদের সঙ্গে অভিনয় করেছি। গানের কথার সঙ্গে মিল রেখে ভিডিওটির দৃশ্যায়ন করার চেষ্টা করেছি আমরা। ভিডিওটি ঝকমকে হয়েছে।’
গানটিতে মডেল হয়েছেন মিমি আজমিম ও অপু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *