মেহজাবিন ভিন্ন একটি কাজ দর্শকদের এবার ঈদে উপহার দিতে যাচ্ছেন। আসছে ঈদে ভাই ব্রাদার এক্সপ্রেস নিবেদিত ‘সোনালি ডানার চিল’ নামের একটি নাটকে তিনি অভিনয় করেছেন। মেহজাবিন এ প্রসঙ্গে বলেন, আমরা শিল্পীরা অনেক ধরনের নাটকে প্রতিনিয়ত অভিনয় করছি। অনেক চরিত্রে টিভি পর্দায় হাজির হতে হয় আমাদের। তবে কিছু কাজ একজন অভিনয়শিল্পীকে দর্শকের কাছে আলাদা করে পরিচয় করিয়ে দেয়। তেমনই একটি কাজ ‘সোনালী ডানার চিল’।
পরিচালনা করেছেন আশফাক নিপুণ। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন। ‘সোনালি ডানার চিল’ আসছে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।