আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সৈয়দ শহীদ।
‘বঙ্গবন্ধুর সৈনিক’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। আর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রেজওয়ান শেখ। সিডি চয়েজের ইউটিউব চানেলে ১৪ আগষ্ট রাতে এ গানটি প্রকাশ হবে।
গান প্রসঙ্গে শহীদ বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই গানটি করা। কারণ আজকের স্বাধীন বাংলাদেশের পেছনে তার অবদানই সবচাইতে বেশি। ১৫ আগস্ট তিনি সপরিবারে নিহত হন নিজ বাড়িতে। এদিন আমরা শোক দিবস হিসেবে পালন করি।
তিনি আরও বলেন, এবার এই শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েই ‘বঙ্গবন্ধুর সৈনিক’ শিরোনামের গানটি করলাম। অত্যন্ত সুন্দর কথা-সুরের এ গানটি গাইতে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস সবারই ভালো লাগবে গানটি।