কিশোরগঞ্জে বেঙ্গল এক্সক্লুসিভ শপ এর শোরুম উদ্বোধন

: Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
: ৬ years ago
কিশোরগঞ্জে বেঙ্গল এক্সক্লুসিভ শপ এর শোরুম উদ্বোধন

কিশোরগঞ্জ শহরের বড় বাজারে বেঙ্গল এক্সক্লুসিক শপ এর ৩১তম শোরুমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেঙ্গল এক্সক্লুসিক শপ এর উদ্বোধন করেন বেঙ্গল পলিমার অয়্যারস লিমিটেডের এজিএম হারুন-উর-রশীদ ও এজিএম ফজলে রাব্বি।

এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল পলিমার অয়্যারস লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার মন্জুরুল হেলাল, রেজওয়ানুল হক, বেঙ্গল এক্সক্লুসিক শপ ও হৃদয় এন্টারপ্রাইজ এর মালিক ছিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমাণ্য ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

বেঙ্গল পলিমার অয়্যারস লিমিটেডের এজিএম হারুন-উর-রশীদ বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ ও আন্তর্জাতিক মানের প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান বেঙ্গল পলিমার অয়্যারস লিমিটেড। বেঙ্গল নিত্য প্রয়োজনীয় গৃহসামগ্রী কিশোরগঞ্জ শহরের সব স্তরের মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে পৌঁছে দিতে চায়।