স্প্যানিশ লা লিগায় ২০১৮-১৯ মৌসুমের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। নিজেদের মাঠে জিরোনা খেলতে নামে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে। শুক্রবার রাতে জিরোনা-রিয়াল ভায়াদোলিদের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের লা লিগা লড়াই। এই একপেশে ম্যাচে বল দখলে ছিল স্বাগতিক জিরোনার খেলোয়াড়দের পায়েই। তবে বেশ কয়েকবার গোলমুখে শট নিয়েও গোলমুখ খুলতে পারেনি জিরোনার খেলোয়াড়েরা। অন্যদিকে, ভায়াদোলিদের খেলোয়াড়েরা পুরো খেলায় গোলমুখে শটই নিয়েছেন মাত্র দুবার।
উপমহাদেশে লা লিগার খেলা দেখতে হলে এই মৌসুমে ফেসবুক লাইভই ভরসা। শুক্রবার রাতে মৌসুমের প্রথম ম্যাচটি দেখতে ফেসবুক লাইভে ছিলেন প্রায় আড়াই হাজার দর্শক। এই অল্পসংখ্যক দর্শককে হতাশই করেছেন জিরোনা ও রিয়াল ভায়াদোলিদের খেলোয়াড়েরা। স্বাগতিক জিরোনার খেলোয়াড়েরা দুয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ভায়াদোলিদের খেলোয়াড়েরা তেমন কিছুই করতে পারেননি। পুরো খেলায় গোলমুখে শট হয়েছে ১৫টি। এর মধ্যে জিরোনার খেলোয়াড়েরাই নিয়েছেন ১৩টি শট। এই ১৩টি শটের ১টি ঠিকঠাক লক্ষ্যে রাখতে পেরেছেন তারা। ভায়াদোলিদের খেলোয়াড়েরদের গোলমুখে নেয়া ২টি শটের ১টি লক্ষ্যে ছিল।