মডেল-অভিনেত্রী ইসরাত তন্বী এবার আইটেম গানে

ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ইসরাত তন্বী। সম্প্রতি তিনি উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’ ছবির আইটেম গানের শুটিং শেষ করেছেন। এই ছবিটি প্রযোজনা করেছে শাপলা মাল্টিমিডিয়া। ‘বোতল ভরা পেপসি’ নামের এই আইটেম গানটির নৃত্য পরিচালনা করেছেন আজাদ। এই আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী আয়েশা মৌসুমী।

এ প্রসঙ্গে ইসরাত তন্বী বলেন, ‘এই প্রথম আমি দেশীয় চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করলাম। অভিজ্ঞতাটা দারুণ। পুরো আইটেম গানটির এরেঞ্জমেন্ট ছিল বিশাল। যে কারণে কাজটি করে আরও বেশি ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘আর ‘বোতল ভরা পেপসি’ নামের আইটেম গানটির সাথে আমি পারফর্ম করেছি তা আইটেম গান হিসেবে পারফেক্ট। সব মিলিয়ে আশা করছি, চলচ্চিত্রে আমার পারফর্ম করা প্রথম আইটেম গানটি দর্শকরা উপভোগ করবেন।’

গেলো ঈদে প্রচারিত জুয়েল মাহমুদ পরিচালিত ‘পাঁচ শালী মাশআল্লাহ’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘জেনিফার তুমি রক্ত গোলাপ’ সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তিনি আসছে ঈদে কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *