প্যারিসে মা ও বোনকে হত্যা

: এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
: ৬ years ago

হামলাকারী পুলিশকে হত্যার হুমকি দিয়েছিল। ছবি: রয়টার্সফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলিতে এক সড়কে হামলা চালিয়ে নিজের মা ও বোনকে হত্যা করেছে এক হামলাকারী। এতে অপর একজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় ওই হামলাকারীও নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

বিবিসি জানিয়েছে, ওই হামলাকারী পুলিশকে হত্যার হুমকি দিয়েছিল এবং ‘আল্লাহ আকবর’ বলে চিৎকার করেছিল। এরপর পুলিশের গুলিতে সে মারা যায়। হামলার পর হামলাকারী নিজেকে লুকাতে দৌড়ে একটি ঘরে ঢুকে যায়। এর আগে তার হাতে একটি ছুরি দেখা যায়।

নিহত দুজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব বলেন, তাৎক্ষণিকভাবে এটাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না। তিনি বলেন, হামলাকারীর সম্ভবত ‘গুরুতর মানসিক সমস্যা’ ছিল।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে তবে এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তি পুলিশের কাছে উগ্রপন্থী মতামত প্রকাশ করেছে।

২০১৫ সালে প্যারিসে হামলার পর থেকে ফ্রান্স জিহাদি সন্ত্রাসী হামলার বিষয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে।