ঈদ বলে কথা। প্রিয় নায়ককে শুভেচ্ছা জানাতে ঈদের দিন শাহরুখের বাড়ির সামনে গিয়েছিলেন হাজার হাজার ভক্ত। বলিউড বাদশাও ওপর থেকে নেমে এসেছিলেন নিচে। ভক্তদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় তাঁর সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাম খান।
গতকাল বুধবার মুম্বাইয়ে বলিউড তারকা শাহরুখের বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন হাজার হাজার ভক্ত। সন্ধ্যা সাতটায় টুইটারে সেই ভিড়ের একটি ছবি পোস্ট করেন শাহরুখ খান। ছবিতে হাজারো ভক্তকে শাহরুখের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি পোস্ট করে শাহরুখ লেখেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে সুখ আর সুস্বাস্থ্যে ভরে তুলুক। প্রতিবছর বাড়িতে এসে আমাদের ঈদ উৎসবকে অসাধারণ করে তোলেন আপনারা। আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।’
পরে আবারও কৃতজ্ঞতা জানিয়ে টুইটারে ছবি পোস্ট করেন শাহরুখ। ছোট ছেলে আব্রামকে কোলে নিয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এ সময় বাবার ভক্তদের উদ্দেশে আব্রামকেও হাত নাড়তে দেখা গেছে। বাবা-ছেলে দুজনের পরনে ছিল সাদা শার্ট ও জিনসের প্যান্ট।
কিছুদিন আগেই পরিবার নিয়ে স্পেনে বেড়াতে গিয়েছিলেন শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নায়কের পারিবারিক সেই ছবিগুলো বেশ প্রশংসিত হয়। সূত্র: শাহরুখ খানের টুইটার অ্যাকাউন্ট ও হিন্দুস্তান টাইমস