নাটোরে সড়ক দুর্ঘটনা পরিবহন নেতা, মালিক ও চালকের বিরুদ্ধে মামলা

নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৫ ব্যক্তির নিহতের ঘটনায় পরিবহন নেতা, মালিক ও চালকসহ সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দায়ের করা মামলায় অভিযুক্তরা হলেন, লেগুনা মালিক সমিতির সভাপতি জাবেদ হোসাইন, সচিব জাকির হোসাইন, লেগুনার মালিক শাহাদাত হোসাইন ও অজ্ঞাত মালিক এবং বাস চালক। এছাড়াও নিহত লেগুনার চালক ও তার সহযোগীকে মামলায় অর্šÍভূক্ত করা হয়েছে।
বনপাড়া পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক তারিকুল ইসলাম জানান, শনিবার বিকালে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গত রাতে মামলা নথিভুক্ত করেছেন বনপাড়া হাইওয়ে পুলিশ স্টেশনের সহকারি উপ-পরিদর্শক ইউসুফ মিয়া। মামলাটি ২৭৯, ৩৩৭, ৩৩৮(ক), ৩০৪(খ), ৪২৭ ও ১০৯ ধারায়  করা হয়েছে।
উল্লেখ্য, নাটোরের বড়াইগ্রাম সীমানা সংলগ্ন নাটোর-পাবনা মহাসড়কের  লালপুরের কদিমচিলান এলাকায় বিকাল ৩টা ৪৫ মিনিটে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশু সহ ১৫ জন নিহত হয় । পরে বাসটি রাস্তার পাশে গাছে ধাক্কা খেলে এর ২০ আরোহী আহত হন।
নিহতদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে।এরা হলেন- লেগুনার চালক ঠাকুরগাঁওয়ের রহিম আলী (২৮), নাটোরের বড়াইগ্রামের নারায়ণপুরের রজুফা বেগম (৫০), শেফালী বেগম (৪৫), জামাইদিঘার লগেনা বেগম (৬৫), পাবনার দাশুড়িয়া মিরকামারি গ্রামের শাপলা আক্তার (২০), শাপলার মেয়ে সুমাইয়া আক্তার (১১ মাস), পাবনার পাকশির সোবহান আলী (৭৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রোকন শেখ (২২), পাবনার পাকশীর সোবহান (৫০) ও মূলাডুলি শ্মশানপাড়ার আদুরি বিশ্বাস (৩৫), তার মেয়ে স্বপ্না বিশ্বাস (দশ মাস) ও ছেলে প্রত্যয় বিশ্বাস (১২)।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *