এনগেজমেন্টের পরেই ইতালি যাচ্ছেন যে কারণে

জল্পনার শেষ ছিল না তাদের নিয়ে। সত্যি কি তারা প্রেম করছেন ? সে প্রেমের সমাপ্তি টেনে বিয়েটা কি করছেন তারা-এমন নানা প্রশ্নই অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল বলিউত তারকা প্রিয়াংকা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে ঘিরে। শেষতক সব জল্পনার অবসান ঘটেছে। সম্প্রতি মুম্বইয়ে ‘রোকা’ সেরে ফেলেছেন তারা। এনগেজমেন্টের পরেই মা-বাবাকে নিয়ে দেশে ফিরে যান নিক। এক সপ্তাহের মধ্যেই প্রিয়াংকাও উড়ে গিয়েছেন সে দেশে।এবং তারপরেই প্রেমিক যুগলকে এক সঙ্গে দেখা গিয়েছে লস এঞ্জেলেসে, হাত ধরে। একটি নামী রেস্তোরাঁয় ‘ব্রাঞ্চ’ করতে যাচ্ছিলেন তারা। সর্বভারতীয় এক বিনোদন মাধ্যমের খবর অনুযায়ী, আগামী মাসেই প্রিয়াংকা ও নিক যাবেন ইতালি। যে কারণে তার কাজের বেশ কিছুটা এগিয়ে রেখেছেন প্রিয়াংকা। সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির প্রথম ধাপের কাজ হয়ে গেলেও, বাকিটা তিনি করবেন সেপ্টেম্বরের শেষের দিকে। স্বাভাবিকভাবেই গুঞ্জন উঠেছে তাহলে কি ইতালিতেই বিয়েটি সারবেন? কারণ ইতালির লেক কোমো অঞ্চলেই বিয়ের ভেন্যু ঠিক করেছেন দীপিকা ও রণবীর। এমন মোহময় জায়গা হলেও হতে পারে প্রিয়াংকা ও নিকের জীবনের সেরা দিনের সাক্ষী। তবে, সব গুঞ্জনে পানি ঢেলে প্রিয়াংকা জানিয়েছেন যে, তারা ইতালি যাচ্ছেন একাট বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। কর্পোরেট জগতের বিশিষ্ট এক ব্যক্তির মেয়ের বিয়ে হবে সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *