অভিনীত প্রথম ছবি থেকেই সিনেমা হলে গিয়ে দর্শকের সাড়া দেখতে খুব পছন্দ নায়িকা বুবলীর। এবার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সঙ্গে ‘ক্যাপ্টেন খান’-এর ক্ষেত্রেও তেমনটার ব্যত্যয় ঘটেনি। ছবিটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। ঈদে ২’শ এর বেশি সিনেমা হলে এটি মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখতে হলে গিয়েছিলেন বুবলী। টঙ্গীতে অবস্থিত চম্পাকলি সিনেমা হলে ছবিটি দেখেন তিনি।মঙ্গলবার বোরখা পরে নিজেকে আড়াল করে দর্শক সারিতে বসে ছবি দেখেন।
এসময় দর্শকদের আগ্রহ দেখে অনুপ্রেরণা পান তিনি। বুবলী জানান, এক আত্মীয়কে দিয়ে টিকিট সংগ্রহ করে বোরখা পরে ছবি দেখতে
গিয়েছেন। হলে দর্শকের আগ্রহ দেখে তিনি দারুণ আনন্দ পেয়েছেন। তিনি বলেন, দর্শকরা ছবিটির বিভিন্ন সংলাপের সময় হাততালি দিচ্ছিলেন। কিছু কমেডি দৃশ্য রয়েছে, যেসব দেখে তারা হেসে গড়াগড়ি খাচ্ছিলেন। রোমান্টিক গানগুলোও দর্শক অনেক পছন্দ করেছেন। তারা অনেক ভালোভাবে নিয়েছেন ছবিটি। উল্লেখ্য, ‘ক্যাপ্টেন খান’ প্রযোজনা করেছে শান্ত এন্টারপ্রাইজ। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে শাকিব-বুবলী ছাড়াও আরো অভিনয় করছেন স¤্রাট, মিশা সওদাগর, ডন, বড়দা মিঠু, শিবা শানু, অমিত হাসান প্রমুখ।