জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী সংস্থার তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট খবরটি নিশ্চিত করেছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হ্যাদার নুয়ার্ট জানান, এখন থেকে আর জাতিসংঘের ফিলিস্তিনের ত্রাণ ও কর্ম সংস্থার জন্য অর্থ দেবে না যুক্তরাষ্ট্র।
এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রমাণ দিল যে, এই অঞ্চলের কোনো বিষয়ে তাদের আর কোনো ভূমিকা থাকবে না। একইসঙ্গে তিনি এ সিদ্ধান্তের তীব্র নিন্দাও জানিয়েছেন।
এর ফলে, শরণার্থী সংস্থাটির স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও জরুরি সাহায্য ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।