চুয়াডাঙ্গার জীবননগরে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেনীপুর গ্রামের একটি সেগুন বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাদক ব্যবসায়ীর নাম শাহীন আলী। তিনি উপজেলার আশতলা পাড়ার মুন্নাফ হোসেনের ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আরটিভি অনলাইনকে জানান, শনিবার সকালে বেনীপুর এলাকার একটি সেগুন বাগানে শাহীনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহীনের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শাহীনের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মাদকদ্রব্য ভাগাভাগি নিয়ে কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
তিনি আরও জানান, নিহত শাহীনের বিরুদ্ধে জীবননগর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক চোরাচালান ও ছিনতাইসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *