পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি তাহিরা সফদার। এরমধ্য দিয়ে পাকিস্তানের যেকোনও সর্বোচ্চ আদালতে প্রথম নারী প্রধান বিচারপতি হওয়ার ইতিহাস গড়লেন তিনি। খবর জিও টিভির।
বিচারপতি সফদার শনিবার বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। এদিন বেলুচিস্তানের গভর্নর হাউজে তাকে শপথ পাঠ করান প্রাদেশিক গভর্নর মুহাম্মদ খান আচাকজাই।
গেল জুলাইয়ে বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সফদারের মনোনয়ন নিশ্চিত করেন পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার। গত শুক্রবার বিচারপতি নুর মোহাম্মদ মেসকানজাইয়ের মেয়াদ শেষ হওয়ায় শনিবার শপথ নিলেন বিচারপতি সফদার।
বেলুচিস্তান হাইকোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে, বিচারপতি সফদার বেলুচিস্তানের প্রথম নারী সিভিল জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এমনকি তিনি যেসব পদে আসীন হয়েছেন প্রত্যেকটিতেই প্রথম নারী হওয়ার রেকর্ড গড়েছেন।
বিচারপতি সফদারের বাবা সৈয়দ ইমতিয়াজ হুসেইন বাকরি হানাফি একজন সুপরিচিত আইনজীবী ছিলেন। বিচারপতি সফদার ১৯৫৭ সালের ৫ অক্টোবর কোয়েটায় জন্মগ্রহণ করেন।
বিচারপতি সফদার বেলুচিস্তান বিশ্ববিদ্যালয় থেকে উর্দু সাহিত্যে মাস্টার্স শেষ করেন। পরে কোয়েটার ইউনিভার্সিটি ল কলেজ থেকে আইনের ডিগ্রি নেন বিচারপতি সফদার।
২০০৯ সালে বিচারপতি সফদারকে একজন অতিরিক্ত বিচারক হিসেবে পদোন্নতি দেয়া হয়। পরে ২০১১ সালের বিচারপতি সফদারকে বেলুচিস্তান হাইকোর্টের একজন বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়। আগামী বছরের ৪ অক্টোবর পর্যন্ত বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি সফদার।
উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় গঠিত বিশেষ কোর্টের বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি সফদার।