নারায়ণগঞ্জের চাষাঢ়া রেললাইন এলাকায় ট্রাকের ধাক্কায় শেফালী বেগম নামের এক রিকশারোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্বামী জালাল উদ্দিন। জনতা ট্রাকসহ চালক নূর ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুর কাদের জানান, ফতুল্লার মাসদাইর গুদারা ঘাট এলাকা থেকে রিকশায় চড়ে শহরে প্রবেশ করছিলেন জালাল উদ্দিন ও তাঁর স্ত্রী শেফালী। বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের রিকশা চাষাঢ়া রেললাইনের কাছে গেলে পেছন থেকে একটি ট্রাক ওই রিকশাকে ধাক্কা দেয়। রিকশায় থাকা স্বামী-স্ত্রী দুজন পড়ে গিয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর শেফালীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।